Source: Daily Kalerkantho
ময়মনসিংহের ভালুকায় প্রায় সাড়ে চার শ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গোয়ারী ভাওয়ালীয়াবাজু বাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রায়হান রোতাপ খান, গাইনি বিষেশজ্ঞ অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার নন্দী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হোসেন তৌফিক ইমাম, ভালুকা পৌরসভার মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুমসহ সাতজন ডাক্তার বিনা মূল্যের ওই চিকিৎসাসেবা ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন।
এর আগে গত শুক্র ও শনিবার ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে রোগীদের রেজিস্ট্রেশন করা হয়।