Source: Bangladesh Protidin
শীর্ষ তিন রপ্তানিকারক গ্রাহককে সম্মাননা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। দেশের রপ্তানিতে বড় অবদান রাখায় এ সম্মাননা ও রপ্তানি ট্রফি দেওয়া হয়। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বেক্সিমকোকে সেরা গ্রাহকের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের দ্বিতীয় সেরা গ্রাহক হিসেবে মাল্টি ফ্যাবস লিমিটেড এবং তৃতীয় সেরা গ্রাহক হিসেবে অর্গানিক শ্রিম্পস লিমিটেড কর্তৃপক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুছ ছালাম আজাদ সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, কে এম শামসুল আলম, মো. আসাদুল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মো. আবদুল মজিদ, রুবীনা আমীন, মেশকাত আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমানের হাতে সেরা গ্রাহকের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
পরে ব্যাংকের চেয়ারম্যান মাল্টি ফ্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ফারুকী ও নির্বাহী পরিচালক আবদুল কুদ্দুসের হাতে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক এবং অর্গানিক শ্রিম্পস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ আবু আফসারের হাতে তৃতীয় সর্বোচ্চ রপ্তানিকারকের ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, এখনো আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখন যারা দেশের শীর্ষ ব্যবসায়ী তারা সবাই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই আজ বড় হয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবদান ছাড়া দেশের অর্থনীতি এখনো চলতে পারে না। জনতা ব্যাংকের আজকের এই আয়োজনকে অভিনন্দন জানান তিনি। ভবিষ্যতে তারা দেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুছ ছালাম আজাদ স্বাগত বক্তব্যে বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় অর্জনে বেক্সিমকো গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে। গ্রুপটির সঙ্গে আমাদের পথচলা শুরু হয়েছিল দুই দশকেরও আগে। বেক্সিমকো সারা বিশ্বে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন ধরনের উপকরণ রপ্তানি করছে। বেক্সিমকোর ২৮টি কোম্পানিতে ৬৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। দেশের শীর্ষস্থানীয় গ্রুপটির অগ্রযাত্রার অংশীদার হতে পেরে জনতা ব্যাংক পরিবার গর্বিত।
মো. আবদুছ ছালাম আজাদ বলেন, ঋণের প্রতিটি কিস্তি সময়মতো পরিশোধ করছে বেক্সিমকো। ২০২১ সালে বেক্সিমকোর মাধ্যমে মোট ৭০৭ কোটি টাকা মুনাফা অর্জন করে জনতা ব্যাংক। বেক্সিমকোর মোট রপ্তানির পরিমাণ ছিল ১১,৬১০ কোটি টাকা, যা ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। এ ছাড়া জনতা ব্যাংকের সঙ্গে মাল্টি ফ্যাবস লিমিটেড মোট ৫১২ কোটি এবং অর্গানিক শ্রিম্পস লিমিটেড গ্রুপ মোট ২৮৮ কোটি টাকা রপ্তানি বাণিজ্য করে।